শনিবার | ১৪ ডিসেম্বর, ২০২৪ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩১

খেলা করার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে বনি নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ নভেম্বর ২০২৩) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লালপুর ইউনিয়নের মোমিনপুর খাঁপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শিশু বনি ওই গ্রামের ফারুক খানের ছেলে।
লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বনি নামে এক শিশু বাড়ির পাশে নিজস্ব একটি পুকুরের পানিতে গিয়ে ডুবে মারা গেছে।
নিহত শিশুর চাচাত দাদা হাফিজুর রহমান খাঁ জানান, বুধবার সকালে বাড়ির ওঠানে বনিকে রেখে তার মা জেসমিন খাতুন গৃহস্থালি কাজ করছিলেন। এ সময় বনি খেলতে খেলতে বাড়ির পাশে নিজস্ব একটি পুকুরের পানিতে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বনিকে পুকুরের পানিতে ভাসতে দেখেন পরিববারের সদস্যরা। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, শিশু বনি পানিতে ডুবে শ্বাস রোধে ঘটনাস্থলেই মারা যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজন নিহতের লাশ উদ্ধার করার পর দাফন সম্পন্ন করেছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.