
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শাহিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জুলহাস হোসেন সৌরভ। এ সময় বক্তব্য দেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান, অদম্য নারী সম্মাননা প্রাপ্ত মোছাঃ মিন্নাতুন নেছা ও অন্যান্য অতিথিরা।
আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়। অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন, অধিকার সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে সবার সম্মিলিত উদ্যোগের ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৯-০৪