
রাশিদুল ইসলাম রাশেদ :
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দাঁড়িপাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক। আল্লাহ’তায়ালা যদি আমাদের কবুল করেন আর আপনাদের সহযোগিতা পাই তাহলে আগামী দিনে এদেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবে। দেশে ন্যায় ও ইনসাফ নিশ্চিত করা হবে। সকলে অধিকার ফিরে পাবেন। সামাজিকভাবে যদি কেউ অপরাধ করলে রাষ্ট্রীয় আইনে তার বিচার হবে। কিন্তু আমাদের কোন অধিকার নেই আপনাকে আঘাত করার কিংবা বঞ্চিত করার।সুযোগ পেলেই অন্যকে আঘাত করা, জুলুম করা যাবেনা। সে অধিকার আল্লাহ আমাদেরকে দেন নাই। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় নাটোরের লালপুর উপজেলা সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে এসব মন্তব্য করেন তিনি।
মাওলানা আজাদ এ সময় সাধারণ ভোটারদের আহ্বান জানিয়ে বলেন, আগামীতে সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদকমুক্ত এবং মানবিক বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। আমরা আপনাদের একটি একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, আদর্শ ও সুন্দর দ্বীনি সমাজ উপহার দিব। সেখানে সকলের সম অধিকার ও সুযোগ নিশ্চিত করা হবে। আমরা আপনাদের খাদেম হিসেবে কাজ করতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলাজামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মাওলানা মোঃ হামিদুল ইসলাম, ইউনিয়ন আমির কামারুজ্জামান চঞ্চল, ৪ নং ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফা রনি, উপজেলা পশ্চিম শাখা শিবিরের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন সহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
উল্লেখ্য, এর আগে তিনি দুয়ারিয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেন।