শুক্রবার | ১২ ডিসেম্বর, ২০২৫ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩২

লালপুরের চরে সাপে কেটে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে পদ্মার চরে কালাই কাটতে গিয়ে সাপে কেটে আ. মজিদ (৭৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আ. মজিদ লালপুর সদর ইউনিয়নের রামকৃষ্ণপুর (থানাপাড়া) গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেল তিনটার দিকে আ. মজিদ চরে কালাই কাটতে যান। সন্ধ্যার আগে বাড়ি ফেরাত পথে স্থানীয়রা তাকে জমিতে পড়ে থাকতে দেখেন। তার পায়ে সাপে কামড়ানোর দাগ এবং ছেঁড়া কাপড় দিয়ে বেঁধে রাখা দেখে সাপের কামড়েই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন তারা।
এ বিষয়ে একই গ্রামের খালেক খামারু (৫৫) বলেন, “আমরা চরে ভেড়া চরাতে গিয়েছিলাম। তখন মজিদকে কালাই কাটতে দেখি। ফেরার পথে তাকে জমিতে পড়ে থাকতে দেখি। এ সময় তার পায়ে কাপড় বাঁধা ছিল।ধারণা করছি, সাপে কাটার পর নিজেই পায়ে কাপড় বেঁধেছিলেন তিনি।”
নিহতের একমাত্র ছেলে তানজিমুল ইসলাম রাজা (৩০) বলেন, “বাবা প্রতিদিনের মতো মাঠে কাজে গিয়েছিলেন। পরে খবর পাই, সাপে কেটে তিনি মারা গেছেন। খবর পেয়ে সন্ধ্যায় পরিবারের সদস্যরা মৃতদেহ বাড়িতে নিয়ে আসেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বলেন, “প্রাথমিকভাবে এটি সাপে কেটে মৃত্যু বলে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে।”

 

সম্পাদনা: রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/১১-০৩

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.