
রাশিদুল ইসলাম রাশেদ :
নাটোর জেলা বিএনপির সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ছেলে ডাঃ ইয়াসির আরশাদ রাজন বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের অকুতোভয় সৈনিক শরীফ ওসমান হাদীকে দুর্বৃত্তরা মাথায় গুলি করেছে। গণঅভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম দেশ একটা মুক্ত গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাবে। কিন্তু সেই আশা আর পূরণ হয়নি। অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত সারাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় রয়েছে।”
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোপালপুর নর্থবেঙ্গল সুগার মিলস হাইস্কুল মাঠে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. ইয়াসির আরশাদ রাজন। তিনি অভিযোগ করে বলেন, “এই দেশে আমরা টানা ১৭ বছর গণতন্ত্রহীন পরিস্থিতিতে ছিলাম। বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি দেশের গণতন্ত্রের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী আপসহীন দেশনেত্রী। বর্তমানে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তার শারীরিক অবস্থার কারণে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি নেই। যারা সেই দেশনেত্রীর সুস্থতা কামনার দোয়া মাহফিলে আসতে বাধা দেয়, তারা কখনোই বিএনপির লোক হতে পারে না।
নিজ এলাকার রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “আমি লালপুর–বাগাতিপাড়ার মানুষের জন্য রাজনীতি করি। দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছিলাম। এই সিন্ডিকেট এতই শক্তিশালী যে তারা আমার পরিবারকে তছনছ করে দিয়েছে।”
মনোনয়ন প্রসঙ্গে রাজন বলেন, “যে মনোনয়ন দেওয়া হয়েছে, সেটিই চূড়ান্ত নয়। দলের প্রতি আমার আস্থা আছে। আপনারা যদি চান, চূড়ান্ত মনোনয়নে আপনাদের নিয়েই নির্বাচন করব ইনশাল্লাহ।”
এ সময় তিনি আরও বলেন, লালপুর বাগাতিপাড়ার ভবিষ্যৎ কি হবে, লালপুর – বাগাতিপাড়া কিভাবে চলবে, সেটা লালপুর – বাগাতিপাড়ার জনগণই ঠিক করবে। কোন বহিরাগতদের তদবির ও প্রেসক্রিপশনে চলবে না।
একটি মহল ছাত্রদল ও বিএনপি নেতা কর্মীদের বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করছে এমন অভিযোগ করে তিনি প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানান।
লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লালপুর থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলু, নাটোর জজকোর্টের আইনজীবী ফিরোজ হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম আলী, লালপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল হক বিপ্লব, যুগ্ম আহ্বায়ক এনামুল হক কালু, মজনু পাটোয়ারী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা ভূবন, সাকিবুল ইসলাম সুলভ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইটসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।