শুক্রবার | ১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ২৯ ভাদ্র, ১৪৩১

কালীপূজা ও মেলা উপলক্ষে সভা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের বুধপাড়া মন্দিরে ৫৩৪তম ঐত্যিহ্যবাহী কালীপূজা ও মেলা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ নভেম্বর ২০২৩) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. বেনজির আহমেদ, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোছা. আরজু খাতুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার মো. সাব্বির আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় কুমার কর্মকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় এ বছর উপজেলার ১৪টি মন্দিরে কালীপূজা অনুষ্ঠিত হবে। বুধপাড়া মন্দিরে ৯দিন ব্যাপরী ৫৩৪তম ঐত্যিহ্যবাহী কালীপূজা ও মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আইন-শৃঙ্খলা, মাদক প্রতিরোধ, ভ্রাম্যমান আদালত, নিরাপদ সড়কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.