শনিবার | ১৩ ডিসেম্বর, ২০২৫ | ২৮ অগ্রহায়ণ, ১৪৩২

গণতন্ত্রের যাত্রা পথে যারা বাঁধা হবেন, প্রত্যেককে জবাবদিহি করতে হবে – পুতুল

রাশিদুল ইসলাম রাশেদ:
নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিগত ১৭ বছরে যত গুম, খুন, হামলা ও মামলা হয়েছে, এই সকল কিছুর জবাব হিসেবে জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে। মাফিয়া স্বৈরশাসকের পতন হয়েছে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা এখনও শুরু হয়নি। ৫ আগস্টের পর থেকে দেখছি – একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে ও নির্বাচন ভন্ডুল করতে পায়তারা করছে। স্বৈরাচারী আমলে যেমন কোন ঘটনা ঘটিয়ে বিএনপির উপর দায় চাপানো হতো, সেই একই কায়দায় এখনো বিএনপি’র উপর দায় চাপানোর পায়তারা হচ্ছে। আমরা সকলকে সতর্ক করে বলতে চাই- বাংলাদেশ যদি রুখে দাঁড়ায়, কেউ পালানোর কোন জায়গা পাবেন না। সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে আমরা একটি নির্বাচন ও গনতন্ত্রের পথে এগিয়ে যাব। এই গণতন্ত্রের যাত্রা পথে যারা বাঁধা হবেন, প্রত্যেককে বাংলাদেশের মাটিতে জবাবদিহি করতে হবে।
শনিবার ( ১৩ ডিসেম্বর, ২০২৫) বিকেলে উপজেলার লালপুর ডিগ্রি কলেজ মাঠে এক বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি ও চট্টগ্রাম – ৮ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এরশাদউল্লার গণসংযোগকালে সন্ত্রাসী হামলা তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
প্রয়াত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা ফারজানা শারমিন পুতুল আরও বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম অগ্রগামী সৈনিক, বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী ঢাকা- ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলি করা হয়েছে। এর আগে চট্টগ্রাম- ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লার ওপর হামলা চালানো হয়েছে। বিগত ১৭ বছর আমরা মাফিয়াতন্ত্র ও স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা যে বাংলাদেশের জন্য লড়াই করেছি, সেই বাংলাদেশের জনগণের বুকে গুলি চলতে পারে না।
এসব ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের ৩৬ দিনে শত শত ভাই বোনের বুকে গুলি চলেছে। হাজারো মানুষ পঙ্গুত্ব বরণ করে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। এই বাংলাদেশের জন্য কিন্তু আমরা এত ত্যাগ স্বীকার করি নাই। এই বাংলাদেশে যদি আর একটি ভাইয়ের বুকে গুলি চলে, তাহলে পুরো বাংলাদেশ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমরা যেভাবে গুলি, বুলেট ও স্বৈরশাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে ষড়যন্ত্র মোকাবেলা করেছি, সেভাবে গণতন্ত্রের যাত্রাপথে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।
প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, এই বাংলাদেশে যেন আর কোন মা, ভাই – বোনের বুকে গুলি না চলে। অনতিবিলম্বে অপরাধীকে সনাক্ত করে আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সেই বাংলাদেশ আমরা আদায় করে ছাড়বো ইনশা’আল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.