শনিবার | ১৩ ডিসেম্বর, ২০২৫ | ২৮ অগ্রহায়ণ, ১৪৩২

হাদীকে গুলির প্রতিবাদে লালপুরে বিএনপির দুই গ্রুপের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ’র উপর গুলির প্রতিবাদে পৃথক বিক্ষোভ মিছিল করেছে লালপুর উপজেলা বিএনপির দুই গ্রুপ।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে লালপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে লালপুর ডিগ্রি কলেজ মাঠ থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির মিডিয়া সেলের সদস্য, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের কর্মী সমর্থকরা ও গোপালপুর সিএনজি স্ট্যান্ডে বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক ও বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী এড. তাইফুল ইসলাম টিপুর কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল দুটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শুরুর পূর্বে বক্তারা জুলাই আন্দোলনের কণ্ঠস্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানান। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে তারা প্রশাসনের প্রতি আহবান জানান। এ সময় তারা দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র ও অন্যান্য প্রার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ সময় উভয় গ্রুপের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/১৩-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.