
নিজস্ব প্রতিবেদক :
জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ বিভাগীয় বইমেলা–২০২৫। পাঠকদের পাঠাভ্যাস বৃদ্ধির পাশাপাশি নতুন পাঠক সৃষ্টির লক্ষ্যে জাতীয় গ্রন্থকেন্দ্র নিয়মিত এ ধরনের বইমেলার আয়োজন করে থাকে। এ বছর জাতীয় গ্রন্থকেন্দ্র সংশ্লিষ্ট বিভাগের সকল বেসরকারি পাঠাগারকে বইমেলায় সম্পৃক্ত করেছে।
জাতীয় গ্রন্থকেন্দ্রের এ উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। এতে করে দীর্ঘদিন ধরে ঝিমিয়ে পড়া পাঠাগারগুলো নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনার অনুপ্রেরণা পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাতীয় গ্রন্থকেন্দ্রের সহায়তায় জামালপুর জেলার আটটি বেসরকারি পাঠাগারের সংগঠক, সদস্য ও পাঠকরা বইমেলায় অংশ নেওয়ার সুযোগ পান।
বইমেলায় জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম জামালপুরের বেসরকারি পাঠাগারের সংগঠক ও সদস্যদের সঙ্গে বই পাঠ, পাঠাগারের কার্যক্রম বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তিনি জামালপুরের পাঠাগারগুলোর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং জামালপুরে স্কুল ও কলেজ পর্যায়ে বই পাঠ প্রতিযোগিতা আয়োজনের প্রতিশ্রুতি দেন।
বইমেলায় অংশ নেওয়া জামালপুরের আটটি পাঠাগার হলো— ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগার, উদয়ন পাঠাগার, নাসির উদ্দিন স্মৃতি পাঠাগার, রিসালাত বিজ্ঞান পাঠাগার, স্বপন বিজ্ঞান ও সাংস্কৃতিক পাঠাগার, রিয়াজ উদ্দিন স্মৃতি পাঠাগার, মোজাম্মেল হক মাস্টার পাঠাগার এবং মিলন স্মৃতি পাঠাগার।
আশরাফুজ্জামান স্বাধীনের সমন্বয়ে সংগঠক জাহাঙ্গীর সেলিম, শামীমা খান, অধ্যাপক মনোয়ার হোসেন মুরাদ, সিনিয়র শিক্ষক হিশাম আল মহান্নাভসহ মোট ৬৫ জন বইমেলায় অংশ নেন।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/১৪-০১