
রাশিদুল ইসলাম রাশেদ :
নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মো. আজাবুল হক বলেছেন, “এবারের নির্বাচনে আপনারা যদি যোগ্য প্রার্থীকে ভোট দিতে ব্যর্থ হন, তাহলে আপনারাই হেরে যাবেন—যেভাবে বাংলাদেশ গত ৫৪ বছর ধরে হেরে যাচ্ছে। তাই এ বিষয়ে সবাইকে খুব সতর্ক থাকতে হবে। দল ও প্রতীকের নিজস্ব কোনো ক্ষমতা নেই; ক্ষমতা থাকে প্রতীকের পেছনের মানুষটির। তিনি যদি সৎ ও যোগ্য হন, তবে মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব।”
তিনি বলেন, “প্রতীক পাওয়া ব্যক্তিটি যদি সৎ হন, তাহলে তাকেই ভোট দেবেন। অন্যথায় যিনি সৎ ও যোগ্য, তাকেই ভোট দিন। একজন ডাক্তার হিন্দু না মুসলিম—তা বিষয় নয়; বিষয় হলো তার চিকিৎসায় মানুষ সুস্থ হচ্ছে কিনা। একজন শিক্ষক হিন্দু না মুসলিম—সেটাও বিষয় নয়; বিষয় হলো তিনি ঠিকভাবে পড়াতে পারেন কিনা। সুতরাং প্রতীক কোনো বিষয় নয়, বিষয় হলো প্রার্থী সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ কিনা।”
সোমবার (১৫ ডিসেম্বর, ২০২৫) বিকেলে লালপুর উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামে নির্বাচনী জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।
ড. আজাবুল হক সাধারণ ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা যেমন বাজারে পণ্য কিনতে গেলে যাচাই–বাছাই করে নেন, ঠিক তেমনি এমপি নির্বাচনের ক্ষেত্রেও যাচাই–বাছাই করবেন। শুধু দল ও প্রতীক দেখে নয়; বরং সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ মানুষ দেখে ভোট দেবেন। কারণ আপনারা হেরে গেলে বাংলাদেশও হেরে যাবে।”
নির্বাচিত হলে তিনি আপামর জনসাধারণের জন্য নিরাপদ খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের অঙ্গীকার করেন। একই সঙ্গে তিনি বলেন, সকল সরকারি বরাদ্দ দল-মত নির্বিশেষে যোগ্যদের মধ্যে সুষমভাবে বণ্টন করা হবে। দলীয়ভাবে গড়ে ওঠা দুর্নীতিগ্রস্ত ও অসৎ ব্যক্তিদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে তিনি লালপুর বাজারে প্রার্থী পরিচিতি, এলাকার সমস্যা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
এ সময় খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।