মঙ্গলবার | ১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২

দল মত নির্বিশেষে সকলের জন্য শান্তির নগরী হবে লালপুর – বাগাতিপাড়া : টিপু

রাশিদুল ইসলাম রাশেদ :

বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক ও নাটোর-১ আসনে দলের চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী এড. তাইফুল ইসলাম টিপু বলেছেন, লালপুর – বাগাতিপাড়ার ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতির ৪৩ বছর কাজ করেছি। ইতোমধ্যে অনেকগুলো উন্নয়ন প্রকল্প ও রাস্তাঘাটের উন্নয়ন বরাদ্দ নিয়ে এসেছি। আগামী নির্বাচনে জয়ী হয়ে এ অঞ্চলকে আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের রোল মডেল বানাতে চাই। এখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও সংস্কার, কর্মসংস্থানের ব্যবস্থা করা, মেধাবী ও যোগ্যদের চাকরি প্রদান, কৃষি কার্ড ও চিকিৎসা কার্ড প্রদান, প্রতিটি কাঁচা রাস্তা পাকা করা, শিল্পায়ন, আখ চাষীদের ন্যায্য মূল্য প্রদান ও মাড়াইয়ের সুব্যবস্থা করা, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা গড়ে তোলা হবে। নিরীহ কোন মানুষের ওপর জুলুম করা হবে না। দল মত নির্বিশেষে সকলের জন্য শান্তির নগরী হবে লালপুর – বাগাতিপাড়া। শনিবার (১৩ ডিসেম্বর, ২০২৫) বিকেলে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি সাধারণ মানুষকে আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহব্বান জানিয়ে বলেন, লালপুর–বাগাতিপাড়ার মানুষ তাঁর ওপর যে আস্থা রেখেছেন, তা তিনি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও শোধ করবেন। এই এলাকার মেহনতী ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং তাদের জুলুম-নির্যাতন থেকে বাঁচাতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকব। অতীতে বহুবার জেলে গেছি, প্রয়োজনে আবারও যেতে প্রস্তুত। তবুও লালপুর- বাগাতিপাড়ার মানুষকে ছেড়ে যাব না।
টিপু আরও বলেন, যে কোন দিন স্থানীয় নির্বাচনে ভোট দেইনি। মেম্বার, চেয়ারম্যান ও কাউন্সিলর নির্বাচনে কোন ভূমিকা রাখেনি। লালপুর – বাগাতিপাড়ার রাজনৈতিক অঙ্গনে যার কোন ভূমিকা নেই। যে কখনো ছাত্র রাজনীতি কিংবা তৃণমূলের কোন রাজনীতি করেনি, সে কখনো সাধারণ মানুষের ভাষা বুঝবে না। পৈত্রিক সূত্রে সিন্ডিকেট করে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে ভোট নিবেন, সে সময় আর নেই। এলাকার রাস্তাঘাট চেনানোর জন্য যাদের লোক ভাড়া করা লাগে, লালপুর বাগাতিপাড়ার মানুষ তাদের মেনে নিবে না। বহিরাগতরা লালপুর বাগাতিপাড়ার মানুষের উন্নয়নও করবে না। স্বার্থ ফুরালে তারা উড়াল দেবে।
এ সময় তিনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করে বলেন, খালেদা জিয়া আমার মা। আমার মা আজ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। দেশের এই ক্রান্তিলগ্নে আপামর জনতার ঐক্যের প্রতীক, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ হওয়া অত্যন্ত জরুরী। তিনি যেন আমাদের মাঝে দ্রুত ফিরে আসেন সেই দোয়া করবেন।
টিপু আরও বলেন, তারেক রহমান আমার ভাই ও নেতা। মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত তার। আমি তাকে শ্রদ্ধা করি এবং তার সঙ্গেই থাকতে চাই। আশা করি দলের চূড়ান্ত মনোনয়ন নিয়েই নির্বাচন করতে পারব। তবে যাই ঘটুক, লালপুর বাগাতিপাড়ার মানুষকে আমি ছেড়ে যাবো না। এখানেই আমার জন্ম, এখানে আমার মৃত্যু ও দাফন হবে ইনশাআল্লাহ।
এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.