
রাশিদুল ইসলাম রাশেদ :
নাটোরের লালপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস–২০২৫ উদযাপিত হয়েছে। প্রত্যুষে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তাবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সকল ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি শহরের প্রধান প্রধান সড়ক জাতীয় পতাকায় সজ্জিত করে তোলা হয়।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ, সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
সকাল সাড়ে আটটায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনও মো. জুলহাস হোসেন সৌরভ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিএনসিসি, রোভার স্কাউটস, গার্ল গাইড, বাংলাদেশ আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ পুলিশের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে বিনা টিকিটে উপজেলার গ্রীণ ভ্যালি পার্ক লিমিটেড সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এ ছাড়া দুপুরে হাসপাতাল, এতিমখানা ও মাদ্রাসায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
দুপুরে নাটোর–১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক মনোমুগ্ধকর ও বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। অন্যদিকে বিকেলে উপজেলা বিএনপি মহান বিজয় দিবস উপলক্ষে একটি বিশাল বিজয় র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ ছাড়াও উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে র্যালি, খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মহান বিজয় দিবসকে স্মরণীয় করে তোলে।