মঙ্গলবার | ১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২

স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার জামায়াতের

রাশিদুল ইসলাম রাশেদ :

মহান বিজয় দিবস উপলক্ষে নাটোরের লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে নেতারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হলেও দেশের সাধারণ মানুষ এখনো এর প্রকৃত সুফল থেকে বঞ্চিত। বক্তারা অভিযোগ করেন, অতীতে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের কল্যাণের পরিবর্তে নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত থেকেছে।
বিজয় র‍্যালি শেষে কলেজ মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, জনগণ যদি আগামী নির্বাচনে সেবা করার দায়িত্ব দেয়, তবে মানুষের কল্যাণে কাজ করাই হবে তাদের প্রধান অঙ্গীকার। এ সময় নাটোর–১ (লালপুর–বাগাতীপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও নাটোর জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওহাব, উপজেলা নায়েবে আমির মাওলানা আকবর হোসেন, থানা সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল আলী ও মো. মহসিন আলম, উপজেলা যুব জামায়াতের সভাপতি মাওলানা মো. হামিদুল ইসলাম, নাটোর জেলা ছাত্র শিবির সভাপতি মো. জাহিদ হাসানসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের আমির এবং থানা শুরা ও কর্ম পরিষদ সদস্যরা।
এর আগে জামায়াতের উপজেলা কার্যালয় সংলগ্ন রামকৃষ্ণপুর চিনি বটতলা মোড় থেকে মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি রামকৃষ্ণপুর, কসাইপাড়া, থানাপাড়া, হাসপাতাল গেট, হাজী মার্কেট, লালপুর ত্রিমোহিনী ও ছয় রাস্তার মোড় প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। এতে শত শত নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.