বুধবার | ১৭ ডিসেম্বর, ২০২৫ | ২ পৌষ, ১৪৩২

অনুমতি ছাড়া প্রার্থীদের সভা-সমাবেশ ও ওয়াজ মাহফিল নিষিদ্ধ

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক:

নির্বাচনী তফসিল চলমান থাকাকালে রিটার্নিং অফিসার (জেলা প্রশাসক)-এর পূর্বানুমতি ব্যতীত জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, সভা-সমাবেশ এবং ওয়াজ মাহফিল আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

রবিবার (১৪ ডিসেম্বর, ২০২৫) নির্বাচন পরিচালনা–২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিধি অনুযায়ী ভোটগ্রহণের তিন সপ্তাহ পূর্ব থেকে ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে।

তবে সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে এ নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন লালপুর উপজেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সূত্রে আরও বলা হয়, বিভিন্ন ওয়াজ মাহফিল ও সামাজিক অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের আমন্ত্রণ জানানো হচ্ছে এবং তারা এসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন।

অনুমোদন ব্যতীত এ ধরনের আয়োজন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫-এর স্পষ্ট লঙ্ঘন। পরিপত্রে আয়োজকদের বিধি মেনে সব কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং একই সঙ্গে উল্লেখ করা হয়েছে যে, আচরণ বিধিমালা লঙ্ঘন একটি দণ্ডনীয় অপরাধ।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/১৭-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.