শুক্রবার | ১৯ ডিসেম্বর, ২০২৫ | ৪ পৌষ, ১৪৩২

ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক :

সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে নাটোরের লালপুরে সাধারণ ছাত্রজনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে লালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি লালপুরের প্রধান সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় গেট হয়ে ত্রিমোহনী চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়।

মিছিল চলাকালে ছাত্রজনতা ‘তুমি কে, আমি কে—হাদি হাদি’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’, ‘আমার ভাই কবরে, খুনিরা কেন বাহিরে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘ইনকিলাব জিন্দাবাদ’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদি ছিলেন একজন স্পষ্টভাষী দেশপ্রেমিক কণ্ঠস্বর। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদের প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। তারা বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; ফ্যাসিবাদী শক্তির পতনের পর থেকেই সচেতন ও বিপ্লবী মানুষের ওপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে।

বক্তারা আরও বলেন, দেশের জনগণ আর কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না এবং বাংলাদেশকে কারো স্বার্থে বিক্রি করে দেওয়া যাবে না।

সমাবেশ থেকে অবিলম্বে ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ সময় বক্তব্য দেন নাটোর জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদ হাসান, লালপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাদ্দাম হোসেন, সেক্রেটারি সামিউল ইসলাম, লালপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের আরাফাত, ছাত্রনেতা ওবায়দুর রহমান এবং লালপুর উপজেলা মডেল মসজিদের ইমাম সাজ্জাদুর রহমান।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/১৯-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.