
রাশিদুল ইসলাম রাশেদ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরজানা শারমিন পুতুল। তিনি প্রয়াত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা।
বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে মনোনয়ন নিশ্চিত করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ফারজানা শারমিন পুতুল। তিনি জানান, গত ১৭ ডিসেম্বর দলের মহাসচিব স্বাক্ষরিত মনোনয়ন পত্র তিনি হাতে পেয়েছেন। আগামী নির্বাচনে তিনি সকলের দোয়া ও সমর্থন প্রার্থনা করে বলেন, আসনটি বিএনপিকে উপহার দিতে চাই। এজন্য সকলকে একসঙ্গে নিয়ে কাজ করব এবং বিপুল ভোটে জয়ী হবো ইনশাল্লাহ।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় থেকে সংবাদ ব্রিফিং করে তাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। ২২ ডিসেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি। এছাড়া সেদিনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন তার মা কামরুন নাহার শিরিনসহ দলীয় নেতাকর্মীরা।
এদিকে আসনটিতে ফারজানার শারমিনকে প্রাথমিক মনোনয়ন দেয়ার পর থেকে দলীয় মনোনয়ন পুনর্বেচনার দাবিতে মাঠ পর্যায়ে কর্মী ও সমর্থকদের নিয়ে সভা সমাবেশ করে আসছিলেন বিএনপির কার্য নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক এড. তাইফুল ইসলাম টিপু, ঢাকা মেডিকেল কলেজর সাবেক ভিপি ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বড় ছেলে ও নাটোর জেলা বিএনপির সদস্য ডাঃ ইয়াসির আরশাদ রাজন। এছাড়া বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া আসনটিতে মনোনয়নের জন্য তৎপর ছিলেন।
এ সময় মনোনয়ন বঞ্চিতদের কর্মী ও সমর্থকরা মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে সড়কপথ অবরোধ, রেলপথ অবরোধ ও মশাল মিছিলসহ নানা কর্মসূচি পালন করেন।
এদিকে ইতিমধ্যে গত ২২ ডিসেম্বর সকালে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শিক্ষাবিদ ড. আজাবুল হক, ২৩ ডিসেম্বর বিএনপি’র কার্য নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক এডভোকেট তাইফুল ইসলাম টিপু, ২৪ ডিসেম্বর জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, বিপ্লবী ওয়াকার্স পার্টির মনোনীত প্রার্থী আনসার আলী দুলাল এবং নাটোর জেলা বিএনপি’র সদস্য ও প্রয়াত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বড় ছেলে ডাক্তার ইয়াসির আরশাদ রাজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।