শনিবার | ২৭ ডিসেম্বর, ২০২৫ | ১২ পৌষ, ১৪৩২

বিয়ের জন্য ডেকে সাবেক স্ত্রীকে জবাই, সেনা সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে রবিন হোসেন (২৩) নামের এক সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ দিদারপাড়া এলাকায় রেললাইনের ২০৩ নং পিলারের পাশে এ ঘটনা ঘটে। নিহত নারী তাম্মি আক্তার (২২) উপজেলার নাবীরপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে ও আব্দুলপুর সরকারি কলেজের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী।
অভিযুক্ত সাবেক স্বামী রবিন হোসেন উপজেলার চন্ডিগাছা গ্রামের কসিম উদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী জিআরপি থানা পুলিশের ওসি।
অপর একটি সূত্রে জানা গেছে, তিনি চট্টগ্রামের ব্যাটেলিয়ান ৮ এর রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্মরত।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিন হোসেনের নতুন চাকরিতে যোগদানের আগেই তাম্মি আক্তারের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। চাকরি পাওয়ার পর তাদের সম্পর্কের অবনতি ঘটে। একপর্যায়ে তাম্মি আক্তার রবিনের বাড়িতে গিয়ে বিষপান করেন। পরে সুস্থ হলে দুই বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।
তবে পারিবারিক বনিবনা না হলে মাস ছয়েক আগে পারস্পরিক সমঝোতায় ও আর্থিক লেনদেনের মাধ্যমে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। পরে দুজনেই ভিন্ন ভিন্ন জায়গায় বিয়ে করেন। এরপর আবারও তাদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার বিকেলে কৌশলে তাম্মি আক্তারকে ডেকে নিয়ে রবিন হোসেন শোভ দিদারপাড়া এলাকার পাশে তাকে হত্যা করেন এবং লাশ রেললাইনের পাশে রাখার চেষ্টা করেন।
এ সময় আশপাশে মাঠে কাজ করা লোকজন ঘটনাটি টের পেয়ে অভিযুক্ত রবিন হোসেনকে গনপিটুনি দিয়ে আটক করে রাখে। পরে খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান জানান, অভিযুক্তকে পুলিশের জিম্মায় নেওয়া হয়। যেহেতু ঘটনাটি রেললাইন এলাকায় সংঘটিত হয়েছে, তাই আইনগত প্রক্রিয়া অনুযায়ী রেলওয়ে পুলিশের নিকট আটককৃত ব্যক্তিকে হস্তান্তর করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা নিয়েছে।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/২৬-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.