
নিজস্ব প্রতিবেদক :
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাটোরের লালপুর উপজেলায় নেমে এসেছে গভীর শোক। এই শোকাবহ পরিস্থিতিতে লালপুর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার ১০টি ইউনিয়নের অন্তত ১৫টি স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে লালপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাদরাসা প্রাঙ্গণ ও খোলা মাঠে এসব গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জানা গেছে, লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ, বিলমাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, পাইকপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, ভেল্লাবারিয়া শাহ বাগু দেওয়ান দাখিল মাদরাসা মাঠ, গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ, কলসনগর দাখিল মাদরাসা মাঠসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা বিএনপির নেতারা জানান, দলীয় সিদ্ধান্ত ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এসব গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জানাজায় অংশগ্রহণকারীরা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিসংবাদিত নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তার এই অবদান জাতি কখনো ভুলবেনা।
শোকাবহ এই আয়োজনে রাজনৈতিক মতভেদ ভুলে সাধারণ মানুষ, আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার রাজনৈতিক জীবন ও অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সম্পাদনা: রাশিদুল ইসলাম রাশেদ/উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ /৩১-০২