
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাভার্ড ভ্যানের চালক সোহাগ হোসেন (৩০) ও যাত্রী বিপ্লব হোসেন (৩৫)। সোহাগ নলডাঙ্গা উপজেলার বেলঘড়িয়া এলাকার ফরজ আলীর ছেলে। অপরদিকে বিপ্লব হোসেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। তিনি একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নাটোর দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। একই দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান পেছন থেকে সজোরে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও যাত্রী নিহত হন।
দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে বলে জানান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/৩১-০৩