
প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক :
আগামী শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) রাজশাহী মহানগরীর ২৩টি পরীক্ষা কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি,২০২৬) আরএমপি পুলিশ কমিশনার ড. মো: জিল্লুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সব ধরনের মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ করে এক নিষেধাজ্ঞা জারি করা হয়। শুক্রবার বেলা ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত নিষেধাজ্ঞাটি কার্যকর থাকবে।
নিষেধাজ্ঞায় বলা হয়েছে, পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরএমপি পুলিশ আইন, ১৯৯২-এর ২৯(ক), ২৯(খ) ও ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের চারপাশে ২০০ গজের মধ্যে সব ধরনের মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আরএমপি জানিয়েছে, এ সময়ের মধ্যে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
যেসব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হলো—
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, শাহ মখদুম কলেজ, বরেন্দ্র কলেজ, সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়, রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটি কলেজ), নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (হেলেনাবাদ), মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী কোর্ট একাডেমি, দারুস সালাম (আলিয়া) কামিল মাদ্রাসা ও রাজশাহী কোর্ট কলেজ।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৬-০৩