শুক্রবার | ২৩ জানুয়ারি, ২০২৬ | ৯ মাঘ, ১৪৩২

তারেক রহমানের সঙ্গে ডিআরইউর নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রাপ্তি প্রসঙ্গে ডেস্ক :
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) দুপুরে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করে বলেন, গণমাধ্যমে বিএনপির গণমানুষকেন্দ্রিক বক্তব্য ও রাজনৈতিক দর্শন তুলে ধরা গুরুত্বপূর্ণ। কেবল এক সংগঠনের সঙ্গে আরেক সংগঠনের বিরোধ বা পালটা পালটি বক্তব্য সংবাদে প্রাধান্য পেলে তা সাময়িক আলোচনার জন্ম দিতে পারে, তবে এতে সাধারণ মানুষের বাস্তব কোনো উপকার হয় না।
তিনি আরও বলেন, তারেক রহমান মনে করেন, দলের রাজনৈতিক পরিকল্পনা ও ভবিষ্যৎ রূপরেখা বাস্তবায়নে স্বাধীন গণমাধ্যম সহায়ক ভূমিকা পালন করতে পারে।
এ সময় ডিআরইউ সভাপতি সালেহ আকন্দ বলেন, সৌজন্য সাক্ষাৎ ও একটি সংগঠনের কর্মসূচিতে আমন্ত্রণ জানাতে তারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তিনি দীর্ঘ সময় ধরে গণমাধ্যমের ভূমিকা, স্বাধীনতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।
ডিআরইউর অবকাঠামোগত উন্নয়ন নিয়ে কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
সালেহ আকন্দ আরও বলেন, বিএনপি যদি নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে, তবে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহৃত নিপীড়নমূলক আইনগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়ার আশ্বাস দিয়েছেন দলের চেয়ারম্যান। স্বৈরাচারী সরকারের সময়ে প্রণীত এসব আইন বাতিলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.