বৃহস্পতিবার | ২২ জানুয়ারি, ২০২৬ | ৮ মাঘ, ১৪৩২

তারেক রহমান বাংলাদেশের তিনশ আসনে তিনশ হীরার টুকরো বেছে নিয়েছেন – পুতুল

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক:
নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল পিতার কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি,২০২৬) বিকেলে তিনি লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও গোপালপুর পৌর এলাকায় একযোগে গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনা করেন। এদিন বিকেলে তিনি তাঁর বাবা প্রয়াত বিএনপি নেতা ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কবর জিয়ারত করে ভোটের মাঠে নামেন।
গণসংযোগ শেষে তিলকপুর এলাকায় আয়োজিত এক পথসভায় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, লালপুর–বাগাতিপাড়ার মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। যারা ধর্মকে পুঁজি করে মানুষের সঙ্গে প্রতারণা করে, তাদের এ জনপদের মানুষ প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, এলাকার মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তন আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, “তারেক রহমান বাংলাদেশের তিনশ আসনে তিনশ হীরার টুকরো বেছে নিয়েছেন। আমরা সেই আগামীর বাংলাদেশ গড়তে রাতদিন পরিশ্রম করে যাচ্ছি। যারা সেই পথে বাধা সৃষ্টি করছে, তাদের ব্যালটের মাধ্যমেই উপযুক্ত জবাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে পরিচিত। জীবনের নানা নির্যাতন সহ্য করেও তিনি অন্যায়ের সঙ্গে আপস করেননি এবং দেশ ছেড়ে যাননি। সেই আদর্শ ধারণ করেই বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘরে ধানের শীষের পক্ষে ভোট চাইবে।
পুতুল আরও বলেন, “শুনছি কেউ কেউ মাইকিং করে বলছেন তারেক রহমান ভুল করছেন, আপনারা ভুল করবেন না। যারা দলের নাম নিয়ে, নেতার নাম নিয়ে বেইমানি করার চেষ্টা করছে, তাদেরকে সাবধান হওয়ার জন্য হুশিযারি দেন তিনি।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা “বিএনপি না বেইমান, বিএনপি, বিএনপি, ভোট দিবো কিসে, ধানর শীষে, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক বলে স্লোগান দেন।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/২২-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.