
রাশিদুল ইসলাম রাশেদ :
নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির অভ্যন্তরীণ সমঝোতার ইঙ্গিত মিলেছে। দলীয় প্রতীক বরাদ্দের পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ও জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন। একই সঙ্গে তিনি দলীয় প্রার্থী ছোট বোন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে সমর্থনের ঘোষণা দেন।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) দুপুরে লালপুর উপজেলার গৌরীপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন রাজন। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও দলের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়েই তিনি নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে রাজন বলেন, দলকে সুসংহত ও ঐক্যবদ্ধ রাখতে ব্যক্তিগত অবস্থানের ঊর্ধ্বে উঠে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক লড়াইয়ে সবাইকে এক কাতারে থেকে কাজ করার আহ্বান জানান তিনি। তাঁর ঘোষণার পর উপস্থিত নেতা-কর্মীরা সমর্থন জানিয়ে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে সক্রিয় থাকার অঙ্গীকার করেন।
এ সময় রাজন আরও বলেন, লালপুরে দুর্নীতি ও সিন্ডিকেটবিরোধী যে অবস্থান তিনি নিয়েছেন, তা অব্যাহত থাকবে। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের ছেড়ে যাচ্ছি না। রাজনীতি করেছি আপনাদের নিয়ে, আগামীতেও আপনাদের সঙ্গেই থাকব।’
সংবাদ সম্মেলনের একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁর কর্মী ও সমর্থকেরা। অনেককে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়।
উল্লেখ্য, নাটোর-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের কন্যা। মনোনয়ন ঘোষণার পর ইয়াসির আরশাদ রাজন ও বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
তবে এখনো নির্বাচনী মাঠ ছাড়েননি অপর বিদ্রোহী প্রার্থী তাইফুল ইসলাম টিপু। তিনি জানিয়েছেন, ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত মাঠে সক্রিয় থাকবেন। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদসহ মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।