
প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক:
নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও দশ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের নির্বাচনী প্রচারণার দুটি ব্যানার ছিঁড়ে ফেলা ও পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি, ২০২৬) দুপুরে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার মহিলা ডিগ্রি কলেজের সামনে এবং ২নং ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এসব ঘটনা ঘটে।
গোপালপুর পৌর জামায়াতের আমির হাফেজ মাওলানা আমিনুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে গোপালপুর মহিলা ডিগ্রি কলেজের সামনে বাঁশ দিয়ে একটি নির্বাচনী ব্যানার টাঙানো হয়। জুমার নামাজ শেষে এসে দেখা যায়, সংঘবদ্ধ দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে জামায়াত প্রার্থীর ওই ব্যানারটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এছাড়া বৃহস্পতিবার দিবাগত রাতে ভাটপাড়া গ্রামে আরেকটি ব্যানার ছিঁড়ে ফেলা হয়।
তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল জনগণের ভালোবাসায় এগিয়ে থাকা প্রার্থীকে ভয় পেয়ে সহিংসতার পথ বেছে নিয়েছে।
উপজেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ এ ঘটনাকে গণতন্ত্রের ওপর নগ্ন হামলা আখ্যা দিয়ে বলেন,“ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির অগ্রযাত্রা ঠেকাতে একটি মহল সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। ব্যানার পুড়িয়ে আদর্শ পুড়িয়ে ফেলা যায় না। মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ ও রাজনৈতিক সহনশীলতার জন্য এ ঘটনা এক ভয়াবহ অশনিসংকেত।”
তিনি আরও বলেন, “লালপুর–বাগাতিপাড়ার মানুষের মনে আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস জন্মেছে, তা কোনোভাবেই মুছে ফেলা যাবে না। যারা আগুন দিয়ে রাজনীতি করে, তারা কখনোই জনগণের বন্ধু হতে পারে না। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ী হবে, ইনশাআল্লাহ।”
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/২৩-০১