রবিবার | ২৫ জানুয়ারি, ২০২৬ | ১১ মাঘ, ১৪৩২

নাটোর -১/টিপুর পক্ষে এক মঞ্চে বিএনপির সাবেক ও বঞ্চিত নেতারা

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুকে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিজয়ী করতে সমর্থন জানিয়ে এক মঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক ও বঞ্চিত নেতারা।
শনিবার (২৪ জানুয়ারি,২০২৬) বিকেলে লালপুর উপজেলার গোপালপুর কড়ইতলা এলাকায় আয়োজিত এক সমাবেশে স্বতন্ত্র প্রার্থী টিপুর প্রতি সমর্থন জানিয়ে একযোগে কাজ করার অঙ্গীকার করেন তারা।
গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানার সভাপতিত্বে এবং আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন—গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম বিমল, লালপুর থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিকুল্লাহ বিশ্বাস গ্যাদা, বাগাতিপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক আনসার আলীসহ বিভিন্ন পর্যায়ের সাবেক ও বঞ্চিত নেতারা।
এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ইউনিয়ন বিএনপির সাবেক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপিতে যে বঞ্চনার রাজনীতি শুরু হয়েছে, তার সর্বশেষ শিকার অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। যারা দীর্ঘদিন ধরে ত্যাগ–সংগ্রামের মাধ্যমে বিএনপিকে সংগঠিত করেছেন, তাদেরই দল থেকে কোণঠাসা করা হয়েছে। উত্তরাধিকারভিত্তিক রাজনীতি ও গ্রুপিং তৈরি করে মাঠের নেতাদের বাদ দেওয়া হয়েছে।
তারা আরও বলেন, লালপুর–বাগাতিপাড়ার বিএনপি দীর্ঘদিন ধরে বিভক্ত ছিল। এই খণ্ডিত বিএনপিকে আবার ঐক্যবদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য। আমরা জন্মসূত্রে বিএনপি, কোনো সুযোগসন্ধানী নই। আওয়ামী লীগ বা অন্য কোনো দলের সঙ্গে আঁতাত করা বিএনপি আমরা নই।
সমাবেশে বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার পথে বাধা সৃষ্টি করলে তা প্রতিহত করার ঘোষণাও দেন। তারা বলেন, ১২ তারিখে ব্যালটের মাধ্যমেই জবাব দেওয়া হবে। জনগণের রায়ে বিজয়ী হয়ে হাজার হাজার নেতাকর্মী নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করা হবে।
স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেন, “আমি ব্যক্তিগত স্বার্থে নয়, লালপুর–বাগাতিপাড়ার বিএনপিকে ঐক্যবদ্ধ করতেই রাজনীতিতে নেমেছি। দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির মধ্যে যে দূরত্ব তৈরি করা হয়েছিল, তা আজ থেকে কমতে শুরু করেছে। যোগ্যতা অনুযায়ী সবাইকে তার প্রাপ্য সম্মান দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আমাদের আন্দোলন–সংগ্রামের ইতিহাস আছে। কোনো হুমকি–ধমকিতে আমরা ভয় পাই না। আবার যদি দলের জন্য রাজপথে নামতে হয়, আমরা প্রস্তুত থাকব।”
উল্লেখ্য, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় গত ২১ জানুয়ারি তাইফুল ইসলাম টিপুকে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। তিনি কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল সহ এই আসনে মোট আটজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/২৪-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.