বুধবার | ২৮ জানুয়ারি, ২০২৬ | ১৪ মাঘ, ১৪৩২

লালপুরে স্বতন্ত্র প্রার্থী টিপুর পক্ষে বিশাল গণ মিছিল

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুরে বিএনপি’র বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর পক্ষে বিশাল গণ মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি, ২০২৬) বিকালে উপজেলার ওয়ালিয়া বাজার ঈদগাহ মাঠ থেকে একটি গণ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মুনজুরুল ইসলাম বিমল, স্বেচ্ছাসেবক দল নেতা মুনসুর রহমান, ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, ওয়ালিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক   আব্দুস সাত্তার মৃধা ও লালপুর থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আতিকুল্লাহ বিশ্বাস গ্যাদা। এ সময় বক্তারা বলেন, বিএনপির জন্মলগ্ন থেকে আমরা বিএনপি’র সাথে ছিলাম। দুঃসময়ে দলকে আগলে রেখেছি। কিন্তু যারা দলের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে তারা আজকে বঞ্চিত। পরিকল্পিতভাবে একটি সিন্ডিকেট লালপুর বাগাতিপাড়ার বিএনপিকে খন্ড বিখন্ড করেছে অভিযোগ করে স্বেচ্ছাসেবক দল নেতা মুনসুর রহমান বলেন, এতদিন স্বতন্ত্র প্রার্থী ডা. ইয়াসির আরশাদ রাজনের নেতৃত্বে সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু তিনি হঠাৎ করে সিন্ডিকেটের সঙ্গে আতাত করায়  আমরা তাইফুল ইসলাম টিপুর সাথে যুক্ত হয়েছি। তাকে বিজয়ী করেই আমরা বিএনপি’র ত্যাগী নেতাদের নিয়ে নতুন আদলে দলকে পুনর্গঠন করব।
এ সময় আরো উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুল ইসলাম আরিফ, লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সহ অসংখ্য নেতা কর্মী।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.