বুধবার | ২৮ জানুয়ারি, ২০২৬ | ১৪ মাঘ, ১৪৩২

জামায়াতে ইসলামীর পর এবার বিএনপির নির্বাচনী ব্যানার পুড়িয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পর এবার বিএনপির নির্বাচনী প্রচারণার দুটি ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৫ জানুয়ারি, ২০২৬) দিবাগত রাতে উপজেলার লালপুর সদর ইউনিয়নের বুধিরামপুর ও জ্যোতদৈবকী এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধিরামপুর গ্রামের মুকুলের দোকানের সামনে এবং জ্যোতদৈবকী গ্রামের ওয়াদুদের বাড়ি সংলগ্ন একটি গাছে টানানো বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুলের দুটি নির্বাচনী ব্যানার রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দেয়।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, লালপুর–বাগাতিপাড়ায় ধানের শীষের জোয়ার দেখে প্রতিপক্ষের মাথা খারাপ হয়ে গেছে। তারা এখন নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। তিনি এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি প্রার্থীকে বিষয়টি লিখিতভাবে থানায় জানাতে বলা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (২৩ জানুয়ারি) গোপালপুর মহিলা ডিগ্রি কলেজের সামনে এবং ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও দশ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের নির্বাচনী প্রচারণার দুটি ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
এ ধরনের ঘটনায় নির্বাচনী পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.