বুধবার | ২৮ জানুয়ারি, ২০২৬ | ১৪ মাঘ, ১৪৩২

নাটোরে নারী বিদ্বেষী বক্তব্য দেয়ায় জেলা বিএনপির সদস্য বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগে নাটোর জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ ও সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় উপস্থিত থেকে অশালীন ও নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রঞ্জিত কুমার সরকারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ-পদবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাড. রুহুল কবির রিজভীর নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এর আগে গত শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকেলে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার কড়ইতলা এলাকায় অনুষ্ঠিত স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় তার উপস্থিতিতেই নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রঞ্জিত কুমার সরকার বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। বক্তব্যটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনাটি প্রশাসনের নজরে এলে ওই দিন রাতেই লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেয়া হয়।
এ বিষয়ে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ গণমাধ্যমকে বলেন, নাটোর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেয়ার ঘটনায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রঞ্জিত কুমার সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে রঞ্জিত কুমার সরকার বলেন, দলের প্রতি আমার শ্রদ্ধা আগেও ছিল, এখনো আছে। দল যেটা ভালো মনে করছে সেটা আমি মেনে নিয়েছি। এলাকার মানুষের স্বার্থে আমি স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর পক্ষে নির্বাচনে কাজ করছি।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/২৮-১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.