শনিবার | ৩১ জানুয়ারি, ২০২৬ | ১৭ মাঘ, ১৪৩২

মানুষ কলস প্রতীকের মধ্য দিয়ে শান্তি চায়, ঐক্য ও উন্নয়ন চায়- টিপু

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক ও বঞ্চিত নেতাকর্মীরা। কলস প্রতীককে কেন্দ্র করে লালপুর–বাগাতিপাড়ার মানুষ আজ শান্তি, ঐক্য ও উন্নয়নের স্বপ্ন দেখছে বলে দাবি করেন বক্তারা।
শুক্রবার (৩০ জানুয়ারি, ২০২৬) বিকেলে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে তারা প্রকাশ্যে টিপুর প্রতি সমর্থন জানিয়ে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।
সমাবেশে প্রধান বক্তব্যে অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেন, গত দুই মাস ধরে তিনি লালপুর ও বাগাতিপাড়ার বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে গিয়েছেন। এতে তিনি দেখেছেন, এলাকার সাধারণ মানুষ ঐক্যবদ্ধ। ইসমাইল হোসেনের সমর্থন ও যোগদানের মধ্য দিয়ে আবারও প্রমাণ হয়েছে—লালপুর–বাগাতিপাড়ার বিএনপির প্রকৃত নেতাকর্মীরা এক কাতারে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, “মানুষ কলস প্রতীকের মধ্যে দিয়ে শান্তি চায়, ঐক্য ও উন্নয়ন চায়। তারা আর হয়রানি চায় না, জেল-জুলুম চায় না।” তবে প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচার, পোস্টার-বিলবোর্ড চুরি এবং নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ করেন তিনি। তার দাবি, গত এক বছরে লালপুর–বাগাতিপাড়ার প্রায় ৫০০ নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে এবং শতাধিক নেতাকর্মীকে জেল খাটতে হয়েছে।
এ সময় তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে সংখ্যালঘু ও সাধারণ নিরীহ ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে বলেন, “কলসের নিশ্চিত বিজয় দেখে তারা দিশেহারা হয়ে পড়েছে। তাই নানা অপচেষ্টায় লিপ্ত হচ্ছে।”
সমাবেশে দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজাদুল আলমের সভাপতিত্বে এবং যুবনেতা রতন কাজী ও দুয়ারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন প্রামাণিকের সঞ্চালনায় বক্তব্য দেন—গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম বিমল, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, ফজলু কবিরাজ, কাজী আজিজ, কাজী দুলাল, সাবেক ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সাহেব খানসহ বিভিন্ন পর্যায়ের সাবেক ও বঞ্চিত নেতৃবৃন্দ।
এ ছাড়াও সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ইউনিয়ন বিএনপির সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/৩১-০৩

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.