
রাশিদুল ইসলাম রাশেদ :
নাটোরের লালপুর উপজেলায় ২০২৫ সালে সংঘটিত ৪২টি সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৭৭ জন আহত হয়েছেন। উপজেলা ফায়ার সার্ভিস, হাসপাতাল, থানা ও বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে এসব তথ্য জানা গেছে।
দুর্ঘটনাগুলোর মধ্যে ২৬টিতে ট্রাক জড়িত ছিল। বাকি দুর্ঘটনাগুলোতে মোটরসাইকেল, চার্জার ভ্যান, বাস, পিকআপ ও প্রাইভেটকারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সবচেয়ে বেশি—৩০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঈশ্বরদী–লালপুর–বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে। অথচ এ সময়ে থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে মাত্র তিনটি।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঈশ্বরদী–লালপুর–বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে ২ জানুয়ারি উধনপাড়া গ্রামে ট্রাক, ইঞ্জিনচালিত ভুটভুটি ও পাওয়ার ট্রলির ত্রিমুখী সংঘর্ষে ২১ জন আহত হন। ৩ জানুয়ারি নুরুল্লাপুরে প্রাইভেটকার দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হন। ৫ জানুয়ারি উধনপাড়া গ্রামে এবং ৯ জানুয়ারি মাধবপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে দুটি ট্রাক।
১৩ জানুয়ারি মীরগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হন। ১৬ জানুয়ারি রহিমপুর, ১২ ফেব্রুয়ারি মুঞ্জিল পুকুর এবং ২০ ফেব্রুয়ারি গৌরীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে তিনটি ট্রাক। ৩ মার্চ কাজীপাড়ায় ট্রলির চাপায় এক শিশু নিহত হয়। ২৮ মার্চ গৌরীপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হন।
১৮ এপ্রিল মাধবপুর মোড়ে পাথরবোঝাই ট্রাক উল্টে একজন আহত হন এবং দক্ষিণ লালপুরে আরেকটি ট্রাক উল্টে যায়। ১৯ এপ্রিল দক্ষিণ লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হন। ২১ এপ্রিল লালপুর বাজারে ভ্যান ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হন। একই দিনে অমৃতপাড়ায় দুটি ট্রাকের সংঘর্ষে দুজন আহত হন।
১১ মে রহিমপুরে দুটি ট্রাকের সংঘর্ষে দুজন আহত হন। ১৯ মে বানিয়াপাড়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হন। ১৭ জুন শাহাবুদ্দিনের বটতলা, ১৮ জুন পাইকপাড়া এবং ৩০ জুন মাধবপুর মোড়ে ট্রাক দুর্ঘটনা ঘটে। ২৪ জুন উধনপাড়া গ্রামে ট্রাক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হন এবং একই দিনে পালিদেহা গ্রামে ভুটভুটির সংঘর্ষে ১৪ জন আহত হন।
১১ জুলাই রাতে মাধবপুর বাঁকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে। ১৭ জুলাই ট্রাক ও পিকআপের সংঘর্ষে একজন নিহত হন। ৯ সেপ্টেম্বর নবীনগরে পিকআপের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হন। ২২ সেপ্টেম্বর গৌরীপুরে ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে চারজন আহত হন এবং ২৮ সেপ্টেম্বর চিনি বটতলায় প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত হন।
এছাড়া পাবনা–বনপাড়া মহাসড়কে ২১ জানুয়ারি শেকচিলান গ্রামে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন বন্ধু নিহত হন। ২৭ মার্চ গোধরা গ্রামে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত ও দুজন আহত হন। ২৮ মে পুনরায় গোধরা ব্রিজ এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হন।
লালপুর–বনপাড়া সড়কে ১১ জানুয়ারি গোপালপুর বাজারে ট্রাকের ধাক্কায় এক ইউপি সদস্য নিহত হন। ২৫ জুন শিমুলতলায় চার্জার ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন আহত হন। ৩০ সেপ্টেম্বর গোপালপুর গুচ্ছগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত হয়। এছাড়া ২৭ জুন কচুয়া বাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন আহত হন। ৪ আগস্ট ভেল্লাবাড়িয়ায় ট্রাকের চাপায় একজন, ২০ সেপ্টেম্বর ছোট বিলশলিয়ায় অটোর ধাক্কায় একজন এবং ২৭ সেপ্টেম্বর কয়লার ডহর গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত ও দুজন আহত হন।
এ বিষয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নাটোর সার্কেলের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আলতাব হোসেন বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিষয়টি জেলা আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) সভায় উত্থাপন করা হবে। দুর্ঘটনাপ্রবণ এলাকা ও বিপজ্জনক বাঁকে প্রয়োজনীয় নির্দেশনা ও ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দুর্ঘটনা কমাতে কাজ করা হবে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বলেন, ২০২৫ সালে সড়ক পরিবহন আইনে থানায় মাত্র তিনটি মামলা হয়েছে।
এদিকে এসব সড়ক দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।