শনিবার | ৫ এপ্রিল, ২০২৫ | ২২ চৈত্র, ১৪৩১

নাটোরে পুনাকের ফ্রি মেডিকেল ক্যাম্প

নাটোর প্রতিনিধি
নাটোরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর ২০২৩) নাটোর থানাধীন দিঘাপতিয়া বালিকা শিশু সদনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় শিশু সদনের বালিকাদের মাঝে বিভিন্ন ধরণের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেন পুনাক সভানেত্রী সোহানা তারিক। শিশু সদনের বালিকাদের সুস্থ্য থাকার বিভিন্ন কৌশল এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করেন নাটোর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোছা. সুরাইয়া জাহান।
ফ্রি মেডিকেল ক্যাম্প শেষে শিশু সদনের বালিকাদের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন পুনাক সভানেত্রী সোহানা তারিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী। এ সময় উপস্থিত ছিলেন পুনাক নাটোরের অন্যান্য সদস্যবৃন্দ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.