শুক্রবার | ৮ নভেম্বর, ২০২৪ | ২৩ কার্তিক, ১৪৩১

ডিআরইউর নেতৃত্বে শুভ ও মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এক বছর মেয়াদি (২০২৪ সাল) নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পেশাদার সাংবাদিকদের সংগঠনের সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থার ডেপুটি চিফ রিপোর্টার সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক পদে দেশ টিভির বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর ২০২৩) সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন ডিআরইউর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
নির্বাচনে ভোট পড়েছে ১ হাজার ৪০৪টি। সভাপতি পদে শুকুর আলী শুভ ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন পেয়েছেন ৪২৯টি ভোট। অপর সভাপতি প্রার্থী কবির আহমেদ খান পেয়েছেন ৩৫৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মহিউদ্দিন আহমেদ পেয়েছেন ৬০৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৪৭১ ভোট। এ পদে আরেক প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আল কাফি পেয়েছেন ৩০৭ ভোট।
কার্যনির্বাহী কমিটির অন্য পদের মধ্যে নির্বাচিত হয়েছেন সহসভাপতি শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মো. রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক পদে মো. মাহবুবুর রহমান, আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ ছলিম উল্লাহ ও কল্যাণ সম্পাদক পদে মো. তানভীর আহমেদ। সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মো. মনোয়ার হোসেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সাতজন হলেন দেলোয়ার হোসেন মহিন, ফারহানা ইয়াসমিন জুঁথী, মো. হাবিবুর রহমান হাবিব, মো. শরিফুল ইসলাম, মুহিববুল্লাহ মুহিব, রফিক মৃধা ও সাঈদ শিপন নির্বাচিত হয়েছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.