শুক্রবার | ১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ২৯ ভাদ্র, ১৪৩১

মাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন এমপি বকুল

নাটোর প্রতিনিধি :
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, বর্তমান সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুল তাঁর মাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর ২০২৩) শেষ দিনে বৃদ্ধা মা সকিনা বেগম, স্ত্রী সায়েরা বানু এবং ছেলে সোয়াদসহ দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ মনোনয়নপত্র জমা দেন।
এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, জননেত্রী শেখ হাসিনা লালপুর-বাগাতিপাড়ার মানুষের উন্নয়ন এবং সেবা করতে আবারও আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। মানুষ নৌকায় ভোট দিতে অধীর আগ্রহে বসে রয়েছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নৌকাকে জয়যুক্ত করার বিকল্প নেই। সকল পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব ইনশাআল্লাহ।
উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইউনুস আলী, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল ওয়াহাব, নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদ অধ্যক্ষ বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ স ম মাহামুদুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, এবি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম লাভলু, আড়বাব ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, কদিমচিলান ইউপি চেয়ারম্যান আনছারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘাসহ দলীয় নেতা-কর্মী।
এ আসনে নৌকার বিপক্ষে আওয়ামী লীগের ৬ জন স্বতন্ত্রসহ ১৪ জন প্রার্থী লড়বেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.