রবিবার | ১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৩১ ভাদ্র, ১৪৩১

সানশাইনের সম্পাদক ইউনুস আলীর অপারেশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক ইউনুস আলীর হার্টে ব্লকজনিত কারনে অপারেশন সম্পন্ন হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর ২০২৩) ভারতের মুম্বাইয়ে একটি হাসপাতালে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত অপারেশন সম্পন্ন হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি অবজারভেশনে ছিলেন। সেখানে তিনি সহধর্মিনীসহ অবস্থান করছেন। তাঁর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
গত ঈদুল আজহার পরের দিন সন্ধ্যায় হার্ট অ্যাটাকের কারনে কয়েকদিন রাজশাহী মেডিকেলে ভর্তি ছিলেন। এর কিছুদিন পর তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত হন। সুস্থতার পর উন্নত চিকিৎসার জন্য গত ২৪ নভেম্বর ভারতে গমন করেন। সেখানে একটি হাসপাতালে শরীরে বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষার পর সোমবার রাতে হার্টের একটি ব্লক ৯৬% ধরা পড়লে জরুরী ভিত্তিতে অপারেশন করতে হয়েছে বলে জানা গেছে। সেই ব্লকে রিং পরানো হয়েছে বলে তার সহধর্মীনী জানিয়েছেন ও একই সাথে দোয়া কামনা করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.