শুক্রবার | ৮ নভেম্বর, ২০২৪ | ২৩ কার্তিক, ১৪৩১

বীরত্বগাথা শুনালেন মুক্তযোদ্ধারা

লালপুর (নাটোর) প্রতিনিধি
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধারা শিক্ষার্থীদেরকে যুদ্ধকালীন বীরত্বগাথা শুনালেন।
রোববার (৩ সেপ্টম্বর ২০২৩) দিনব্যাপী নাটোরের লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা‌। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাদশা অমর আলম, নাইম উদ্দিন, শামসুল হক। এ সময় স্থানীয় সংবাদকর্মীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.