শুক্রবার | ১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ২৯ ভাদ্র, ১৪৩১

বাউয়েটে আউটকাম বেইজড এজুকেশন শীর্ষক কর্মশালা

নাটোর প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে (বাউয়েট) চার দিনব্যাপী ‘আউটকাম বেইজড এজুকেশন এন্ড ইটস কন্ট্রিবিউশন টু অ্যাক্রিডিটেইশন প্রসেস’ শীর্ষক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর ২০২৩) ক্যাম্পাসের স্কাইলাইট হলে আইকিউএসির উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ।
প্রধান অতিথি বলেন, ‘এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান শিক্ষকদের শ্রেণিকার্যক্রম এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিত অধ্যয়ন ও গবেষেণার কাজে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে হবে তাহলেই সফলতা আসবে।’
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এডমিন মেজর মো. আব্দুল হামিদ (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক, শিক্ষকমন্ডলী ও কর্মকর্তাবৃন্দ।
শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার ইঞ্জিনিয়ারিং বিষয়ের জন্য রিসোর্স পারসন ছিলেন বাউয়েট ইনিস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক, সিএসই বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা এবং অন্যান্য নন-ইঞ্জিনিয়ারিং বিষয়ের জন্য রিসোর্স পারসন ছিলেন অতিরিক্ত পরিচালক হিসেবে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হামিদুর রহমান।
এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে বেইট এন্ড বিএসির কার্যক্রম, কোর্স আউটকাম লার্নিং, প্রোগ্রাম লার্নিং, ম্যাপিং, আউটকাম বেইজড প্রশ্নপত্র তৈরি করা, ওপেন এন্ডেড ল্যাব, কেপিআই সেটিং এবং সিকিউআই প্রসেসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়সমূহ হাতে কলমে শেখার সুযোগ পাবেন।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক, সিএসই বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা। প্রশিক্ষণের শুরুতে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক মন্ডলিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালা ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.