রবিবার | ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১

লালপুরে পাঠ্য বই বিতরণ উৎসব

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে পাঠ্য বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নতুন বছরে জেলার আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে চার লাখ শিক্ষার্থীর হাতে যাচ্ছে ৩২ লাখ ৭ হাজার বই।
সোমাবার (১ জানুয়ারি ২০২৪) উপজেলার করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) শারমিন আখতার।
করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবিব বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, উপজেলা মহিলা ভাইস লাবনী সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী প্রমুখ।


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা জানান, উপজেলার ৭৭টি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ে ৫৬ বিদ্যালয়ে ২ লাভ ৫০ হাজার ২০০টি এবং ২১ মাদ্রাসায় ৯৬ হাজার ৫০০টি বই পহেলা জানুয়ারি শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী জানান, উপজেলার ১৬৫টি প্রাথমিক, কিন্ডারগার্টেন (কেজি) ও অন্যান্য ১৬৫টি বিদ্যালয়ের প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং প্রাক প্রাথমিকের ১ লাখ ৪৫ হাজার ৩০০টি বই বিতরণ করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.