বৃহস্পতিবার | ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১

বিশ্ব হাত ধোয়া দিবস

লালপুর (নাটোর) প্রতিনিধি
‘হাতের পরিচ্ছন্নতায় এসে সবে এক হই’ প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে।
রোববার (১৫ অক্টোবর ২০২৩) উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী, উপজেলা ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
হাত ধোয়াকে জীবনযাপনের অংশ করে নেওয়া অর্থাৎ অভ্যস্ত করানোর লক্ষ্যে পালিত হয়ে থাকে দিবসটি। হাত ধোয়ার সুফল সম্পর্কে মানুষকে জানানো এ দিবস পালনের অন্যতম উদ্দেশ্য।
২০০৮ সাল থেকে দিবসটি পালন শুরু হয়। ওই বছর ১৫ অক্টোবর সুইডেনের স্টোকহোমে বিশ্ব পানি সপ্তাহে জিএইচপি বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সর্বপ্রথম এ দিবসটি পালন করা হয়। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিবসটি প্রতি বছর পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.