বৃহস্পতিবার | ৫ ডিসেম্বর, ২০২৪ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১

লালপুরে ডাসকো ফাউন্ডেশনের ত্রৈমাসিক গনতান্ত্রিক সংলাপ

নিজস্ব প্রতিবেদক।।

নাটোরের লালপুরে নারী অধিকার ও অন্তর্ভুক্তিমুলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্প ইউনিয়ন পর্যায়ে ত্রৈমাসিক গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৬ জুলাই ২০২৪)লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন পরিষদ হলরুমে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় আড়বাব ইউনিয়নের তরুণ-যুব সমাজের নারী পুরুষদের সংগঠিত করে এ সংলাপের আয়োজন করা হয়।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের ভুমি সহকারী কর্মকর্তা এস এম মিনহাজুল ইসলাম । এ সময় ভুমি কর্মকর্তা ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে ভুমি ব্যবস্থাপনার বিষয়ে বিশদভাবে আলোচনা করেন ও উপস্থিত সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশনের গ্রাম,ও ইউনিয়ন পর্যায়ের সিএসও সদস্যরা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্যবৃন্দ ট্রেইনিং এডভোকোসি অফিসার ও ফিল্ড ফ্যাসিলিটেটর উপস্থিত ছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.