শুক্রবার | ৩ জানুয়ারি, ২০২৫ | ১৯ পৌষ, ১৪৩১

শান্তি-শৃংখলা বজায় রেখে সার্বিক সহযোগিতার অনুরোধ প্রশাসনের

লালপুর (নাটোর) প্রতিনিধি:
সকলকে শান্তি-শৃংখলা বজায় রেখে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছে নাটোরের লালপুর উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৬ আগস্ট ২০২৪) রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে এ আহ্বান জানান।
তিনি বলেন- সম্মানিত লালপুর উপজেলাবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী আজ থেকে দায়িত্ব পালন করছে। নিয়মিতভাবে টহল অব্যাহত থাকবে। সকলকে শান্তি-শৃংখলা বজায় রেখে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.