বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর, ২০২৪ | ৪ আশ্বিন, ১৪৩১

বারি মাল্টা-১ প্রদর্শনীর মাঠ দিবস

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় স্থাপিত বারি মাল্টা-১ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৪) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মোমিনপুর ব্লকের বাকনাই গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন ঢাকার খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইংয়ের পরিচালক কৃষিবিদ মো. নাসির উদ্দীন।


নাটোর জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (১ম সংশোধিত) প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. ফারুক আহ্মদ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়। এছাড়াও আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও শতাধিক কৃষক-কৃষাণী। এতে বারি মাল্টা-১ এর চাষাবাদ পদ্ধতি, পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.