মঙ্গলবার | ৩ ডিসেম্বর, ২০২৪ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১

বিএনপি উন্নয়নের রাজনীতি করে-তাইফুল ইসলাম টিপু

নাটোর প্রতিনিধি :
‘আমরা হিংসার রাজনীতি করি না। বিএনপি সন্ত্রাসের রাজনীতি করে না, বিএনপি উন্নয়নের রাজনীতি করে। আমাদের কোন নেতাকর্মী কাজের বিনিময়ে কোন টাকা পয়সা নিবেন না। বিগত দিনে এই অঞ্চলে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন ভূমিকা পালন করেছি। আগামী দিনে এলাকার রাস্তাঘাটের উন্নয়নসহ কুটির শিল্প স্থাপন করে বেকার সমস্যার সমাধান করা হবে। আমি এমপি হই বা না হই, এলাকায় এমন প্রতিষ্ঠান গড়বো যেন সারা বিশ্ব এই এলাকাকে চিনতে পারে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৪) বিকেলে নাটোরের লালপুরের অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের রুইগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ালিয়া, দুয়ারিয়া, কদিমচিলান ও এবি ইউনিয়ন বিএনপি আয়োজিত সুধী সমাবেশে বিএনপির নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


বিএনপির অঙ্গ সংগঠন কেন্দ্রীয় শ্রমিক দলের সাবেক সদস্য এলাহী বক্সের সভাপতিত্বে ও লালপুর যুবদল নেতা মাসুম ও আমিনুল হক বুদুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, লালপুর থানা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, গোপালপুর পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক সাইফুল ইসলাম রানা, কদমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চান মোহাম্মদ, থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আমিনুল হক টমি, লালপুর ইউনিয়ন যুব দলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই নান্নু, লালপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ হোসেন মিল্টন, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। পরে সন্ধ্যায় তিনি এবি ইউনিয়ন ও গোপালপুর পৌর এলাকায় বিভিন্ন মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে কুশল বিনমিয় করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.