নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে রঘুনাথপুর কেন্দ্রীয় গোরস্থানের উন্নয়ন কাজের উদ্বোধন, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের মাঠের উন্নয়ন কাজের উদ্বোধনসহ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন এবং রঘুনাথপুর অনুশীলন ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) অনুষ্ঠানে অতিথি ছিলেন নাটোরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমান, উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম।
অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন রঘুনাথপুর অনুশীলন ক্লাবের প্রধান উপদেষ্টা মো. দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম ও রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক (ইংরেজি) মো. আতাউর রহমান সুজন।
এর আগে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাকনা পশ্চিমপাড়া হালসানা গোরস্থানের উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। রঘুনাথপুর ও বাকনা দুটি গোরস্থানের উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এদিকে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের মাঠের উন্নয়ন কাজের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অর্থ বরাদ্দ দিয়েছে।
বিকেলে রঘুনাথপুর বিদ্যালয়ে মাঠে অনুশীলন ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলায় বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর এসিকেএস ফুটবল একাডেমী ১-০ গোলে বাগাতিপাড়া উপজেলার পাঁকা খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অতিথিগণ ফাইনাল খেলা উপভোগ শেষে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোমিনপুর মাজার শরীফ মাদ্রাসার সুপার এম আর নাসিম, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু, সাংবাদিক আলাউদ্দিন জালাল, মাজহারুল ইসলাম তিব্বত, আল আমিন সজল, সজিবুল হৃদয়, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফি সহ ২০ হাজার টাকা প্রাইজ মানি ও রানার আপ দলকে রানার আপ ট্রফিসহ ১২ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করা হয়।
অনুশীলন ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টে লালপুর, বাগাতিপাড়া, বাঘা ও চারঘাট উপজেলার ১৬টি দল অংশ গ্রহণ করে।