রবিবার | ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১

মহান বিজয় দিবস উদযাপন

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।


সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলোয়াত ও শহীদদের স্মরণে আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এ বছর উপজেলা পরিষদ চত্ত্বরে বিশেষ বিজয় মেলার আয়োজন করা হয়েছে।


এতে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.