বুধবার | ১৫ জানুয়ারি, ২০২৫ | ১ মাঘ, ১৪৩১

সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

নাটোর প্রতিনিধি :
নাটোরে লালপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।
শনিবার (১১ জানুয়ারি ২০২৫) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নাটোর থেকে মোটরসাইকেল যোগে গৌরীপুরের নিজ বাড়িতে ফেরার পথে লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর স্বপ্নীল জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর গ্রামের গফুর মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সদস্য ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জহুরুল ইসলাম গোপ্পী (৫৫) নাটোর থেকে মোটরসাইকেল যোগে গৌরীপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পথে লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর স্বপ্নীল জেনারেল হাসপাতালের সামনে একটি দ্রুতগামী অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় সে মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান অজ্ঞাত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.