মঙ্গলবার | ২১ জানুয়ারি, ২০২৫ | ৭ মাঘ, ১৪৩১

ঢাকায় বর্ণাঢ্য নাটোর উৎসব

আনোয়ারা খাতুন শেফালী, নাটোর প্রতিনিধি:
ঢাকস্থ নাটোরবাসীর প্রাণের নাটোর উৎসব-২০২৫ নামে এক বর্ণিল মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল ও কলেজ মাঠে এর আয়োজন করে ঢাকাস্থ নাটোর জেলা সমিতি। অনুষ্ঠানে নাটোর জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি স্মৃতিচারণ, গল্পগুজব, খেলাধুলা, আপ্যায়ন ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে ঢাকাস্থ নাটোর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভা শেষে বেলুন ও পায়রা উড়িয়ে নাটোর উৎসব-২০২৫ এর শুভ উদ্বোধন করেন নেতৃবৃন্দ।
নাটোর জেলা সমিতির সভাপতি মো. শামসুল আলম মল্লিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এ জেড এম নাফিউল ইসলাম, নাটোর উৎসব-২০২৫ এর আহবায়ক ও সংগঠনের সহ-সভাপতি মো. জমশের আলী, সদস্য সচিব ও সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম নান্নুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল ও কলেজ মাঠে (আসাদ গেট আড়ংয়ের পেছনে) সকাল সাড়ে ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে।
এবারের আয়োজনে ছিল বার্ষিক সাধারণ সভা, খেলাধুলা, মধ্যাহ্ন ভোজ, প্রামাণ্য চিত্র, লোকজ সংগীত, রেফেল ড্র, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন দেশবরেণ্য সংগীতশিল্পী মনির খান ও রিজিয়া পারভীন। এ ছাড়াও কৌতুকের মাধ্যমে মানুষকে বিনোদন দেন নাটোরের কৃতিসন্তান আবু হেনা রনি।
স্বাগত বক্তব্যে সমিতির সভাপতি মো. শামসুল আলম মল্লিক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ আমাদের মিলন মেলা। সকলের সাথে সবার দেখা হওয়ার প্লাটফর্ম, এই ঢাকাস্থ নাটোর জেলা সমিতির উন্নয়নের জন্য আমি সবসময় কাজ করেছি ভবিষ্যৎতেও করব। নতুন নেতৃবৃন্দ এই সমিতির উন্নয়নের জন্য সবসময় আন্তরিক থাকবেন বলে আমার বিশ্বাস। ঢাকাস্থ নাটোরবাসীর নেতৃত্বে এই সমিতি সামনে এগিয়ে যাবে ও সকল কার্যক্রম নিয়মিত অনুষ্ঠিত হবে।


সাধারণ সম্পাদক এ জেড এম নাফিউল ইসলাম বলেন, ঢাকাস্থ নাটোরবাসীর নেতৃত্বে আজ আমরা একটি বৃহৎ সমিতিতে পৌঁছাতে পেরেছি। এই সমিতির মাধ্যমে আমরা সকল দূর্যোগ মোকাবেলায় সহায়তা করেছি। স্কুল, কলেজ, মাদ্রাসায় সহায়তা প্রদান করেছি। ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান ও অসহায় ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াশোনা ব্যবস্থা ও বাৎসরিক মিলাদ মাহফিলের আয়োজনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, আমরা যে কোন পরিস্থিতিতে এই নাটোরবাসীর উন্নয়নে পিছপা হইনি, ভবিষ্যৎতেও হবো না। আমরা ঢাকাস্থ নাটোরবাসী এক সাথে মিলে মিশে এই সমিতির কার্যক্রম বৃদ্ধি করব। এ সময় ২০২৪ সালের আয়-ব্যয় তুলে ধরেন তিনি।
নাটোর উৎসব-২০২৫ এর আহবায়ক ও সংগঠনের সহ-সভাপতি মো. জমশের আলী সকল নাটোরবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি সবসময় এই ঢাকাস্থ নাটোরবাসীর উন্নয়ন করার চেষ্টা করেছি। আগামী দিনগুলিতেও পাশে থাকবো। সকলের প্রচেষ্টায় আমরা এই সংগঠনকে অনেক দূর নিয়ে যেতে চাই।
এই নাটোর উৎসব-২০২৫ এর নিবন্ধন, আমন্ত্রণ ও প্রচার উপকমিটির আহবায়ক প্রকৌশলী মো. আব্দুর রশীদ ও সদস্য সচিব প্রকৌশলী মো. জাকির আহমেদসহ বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষাবিদ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সুধীজন ও সমিতির আজীবন সদস্যসহ নাটোর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নাটোর উৎসব-২০২৫ এর আহবায়ক ও সদস্য সচিব কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আলহামদুলিল্লাহ।
আহ্বায়ক কমিটি, সকল উপকমিটি ও সর্বোপরি নির্বাহী পরিষদের সকলের যথাযত দায়িত্ব পালন, ঐক্যবদ্ধ ও আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতায় আমরা একটি সুন্দর, সফল, প্রাণবন্ত, আনন্দদায়ক অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি, যা নাটোরবাসীর কাছে আমাদের একধরনের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি ছিল। আপনাদেরকে উৎসব কমিটির পক্ষ থেকে অকৃত্রিম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আল্লাহর প্রতি শুকরিয়া আমাদেরকে সব ধরনের প্রতিকূলতা থেকে রক্ষাপূর্বক আমাদের চলার পথকে সুগম করেছেন। ভবিষ্যতে আমরা আরও আকষর্ণীয় ও জাকজমকপূর্ণভাবে আমাদের দায়িত্ব ও কর্তব্য পালনে ঐক্যবদ্ধ হবো।
অনুষ্ঠান আয়োজনে যেকোন ধরনের ভুল ত্রুটি যা সম্মানিত অথিতিগণের যদি এতটুকু বিরক্ত বা কষ্টের কারন হলে সেটি আমাদের ব্যর্থতা, অসাবধানতা বা অনিচ্ছাকৃত ভুলের কারনে ঘটেছে, আর এ জন্য আমরা সবার কাছে ক্ষমাপ্রার্থী। আর যদি এতটুকু ভাল লাগা, সুখকর, বিনোদন বা আরামদায়ক কিছু পেয়ে থাকেন- সেটা আপনাদের উদারতা ও সুন্দর মানসিকতার পরিচায়ক।
এ উদযাপনের সাথে সম্পৃক্ত নির্বাহী কমিটির সভাপতি, সেক্রেটারিসহ সকল সদস্য, আহ্বায়ক কমিটির সকল সদস্য, উপকমিটির সকল সদস্যসহ সকল উদোক্তা, পৃষ্ঠপোষক, পরামর্শদাতাসহ সবাইকে আমাদের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.