লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কবর জিয়ারতের মাধ্যমে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম শুরু করেন নেতাকর্মীরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে উপজেলার গৌরীপুর গ্রামে তাঁর পারিবারিক কবরস্থানে এসে কবর জিয়ারত করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, জিল্লুর রহমান চৌধুরী বাবুল, মিজানুর রহমান ডিউক, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রঞ্জু, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবু সাঈদ, মাসুদ আক্তার প্রমুখ।
নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ তৃণমূল বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, যারা বিগত ফ্যাসিস সরকারের আমলে জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, দীর্ঘ দিন বিএনপির কমিটি না হওয়ায় তারা পদে আসতে পারেননি। তাই নতুন ও পুরাতনদের সমন্বয়ে কর্মীবান্ধব নেতাকর্মীদেরকে নিয়ে নতুন কমিটি গঠন করে দলের কার্যক্রমকে বেগবান করা হবে।
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভায় উপজেলার নেতৃবৃন্দকে আমন্ত্রন জানিয়েছি। তিনি আরও বলেন, গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে যে সমস্ত নেতাকর্মীরা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে নিয়ে তৃনমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নতুন করে কমিটি গঠন করা হবে।