বুধবার | ১২ মার্চ, ২০২৫ | ২৭ ফাল্গুন, ১৪৩১

কলেজ ছাত্রদলের কমিটিতে সভাপতি-সম্পাদকসহ ছাত্রলীগের কর্মীদের অব্যাহতি

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে তিনটি কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। কমিটিতে সভাপতি-সম্পাদকসহ সম্প্রতি নিষিদ্ধ হওয়া সংগঠন ছাত্রলীগের একাধিক কর্মীকে পদায়নের অভিযোগে অব্যাহতি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযুক্তদের ঘোষিত পদসহ প্রাথমিক পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রদল।
নাটোর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আসিফ ইকবাল নতুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরমে ভুল ও মিথ্যা তথ্য প্রদানের কারণে আব্দুলপুর সরকারি কলেজ (লালপুর, নাটোর) শাখা ছাত্রদলে মো. শাকিল হোসেন ও জাহিদ আলী, গোপালপুর ডিগ্রি পাশ ও অনার্স কলেজ শাখার মো. সিয়াম আলী এবং খুবজীপুর ডিগ্রি কলেজ শাখার মো. রবিন হোসেনকে ঘোষিত পদসহ প্রাথমিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
নাটোর জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
দলীয় সূত্রে জানা যায়, আব্দুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতির পদ পেয়েছেন ছাত্রলীগ কর্মী শাকিল হোসেন ও সহসভাপতি জাহিদ আলী। গোপালপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন ছাত্রলীগ কর্মী সিয়াম আলী। একইভাবে লালপুর ডিগ্রি কলেজের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আরাফাত উভয়েই ছাত্রলীগ কর্মী ছিলেন।
এবিষয়ে নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাকিব হাসান বলেন, শাকিল আব্দুলপুর কলেজ ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি বিগত সময়ে ছাত্রলীগ লীগের সকল কর্মসূচিতে সামনের সাড়ি থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সক্রিয় ছিলেন। অবিলম্বে তাকে বহিষ্কারের দাবি জানান।
এবিষয়ে আব্দুলপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল হোসেন বলেন, আমরা পারিবারিকভাবে বিএনপি করি। নতুন কমিটি হলে এমন অভিযোগ উঠতেই পারে। আমি বিগত সময়ে ছাত্রলীগের কোন পদেও ছিলাম না, কর্মসূচিতে ছিলাম না। এমনিতেই কলেজের বিভিন্ন প্রোগ্রাম সাধারণ ছাত্র হিসেবে বক্তব্য রেখেছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে প্রতিপক্ষরা।
নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারফ ইসলাম সৃজন বলেন, তাদের বিরুদ্ধে ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রমানিত হওয়ায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) নাটোর জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনের যৌথ স্বাক্ষরিত একটি পত্রে ওই কমিটিতে শাকিল হোসেন সভাপতি রাকিবুল ইসলাম সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট আব্দুলপুর সরকারি কলেজ, মেহেদী হাসান সভাপতি ও জুবায়ের আরাফাতকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট লালপুর ডিগ্রি কলেজ এবং মাসুদ রানা সভাপতি ও সিয়াম আলীকে সাধারণ সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট গোপালপুর ডিগ্রী কলেজ কমিটি ঘোষণা দেওয়া হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.