বুধবার | ১২ মার্চ, ২০২৫ | ২৭ ফাল্গুন, ১৪৩১

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে আতিকুজ্জামান ফরিদ নামে এক ব্যক্তির বাড়িতে দুধর্ষ ডাকাতি হয়েছে। মুখোশধারী ডাকাত দল ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) ভোরে উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী আতিকুজ্জামান ফরিদের ছেলে শরিফুজ্জমান বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রাত ২ টার দিকে মুখোশধারী ৩/৪ জন দস্যু জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে সবাইকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। পরে রাত সাড়ে ৩টার দিকে বাড়িতে থাকা নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও ৮ আনা স্বর্ণালংকার লুট করে নিয়ে চলে যায়। এঘটনায় খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। মুখোশধারী দস্যুদের গ্রেপ্তারের জন্য মাঠে কাজ শুরু করেছে পুলিশ। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.