রবিবার | ৬ জুলাই, ২০২৫ | ২২ আষাঢ়, ১৪৩২

র‌্যাবের রোবাস্ট পেট্রোলিং ও গোয়েন্দা নজরদারি জোরদার

নাটোর প্রতিনিধি :
দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নাটোর জেলায় রোবাস্ট পেট্রোলিং ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করেছে সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্প।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহী সূত্রে জানা যায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ ধর্ষণ ও অপহরণের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায়, বর্তমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায়, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশক্রমে ও র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের দিক নিদের্শনায় দেশ জুড়ে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ রোধে সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা বিভিন্ন জায়গায় দিনে এবং রাতে রোবাস্ট পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল চলমান। এছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, নাটোর, বগুড়া, ঢাকা এবং রাজশাহী হাইওয়েতে যানবাহনে তল্লাশিসহ ছিনতাইকারী, ডাকাত ও অন্যান্য সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রকে ধরতে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর এর কার্যক্রম চলমান রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.